মহাদেবপুরে বিট পুলিশিং এর উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

"নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় মহাদেবপুর সদর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মিজানুর রহমান মিলন, কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোরশেদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিঠু, থানার এসআই এরশাদ মিঞা, আবু রায়হান, খোকন কুন্ডু, ছাত্রী প্রতিনিধি মৌসুমী খাতুন প্রমুখ।
আরপি/আআ
বিষয়: মহাদেবপুর বিট পুলিশিং সমাবেশ
আপনার মূল্যবান মতামত দিন: