রাজশাহী মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫, ১৭ই পৌষ ১৪৩২


রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে ইসমাইল- বিশাল


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:৩৯

আপডেট:
৩০ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৯

রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ২০২৬ সালের জন্য ১৮ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেনকে সভাপতি ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কাজী ইসতিয়াক আমিন বিশালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ভার্চুয়াল সভার মাধ্যমে নবম কমিটির বিদায় এবং আগামী এক বছরের জন্য ১০ম কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি তৌহিদুল ইসলাম নুহ, যুগ্ম সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, কোষাধ্যক্ষ রিমা ইসলাম স্বর্ণালী, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান ও ওয়াহিদুজ্জামান।

অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন, মৌমিতা প্রামাণিক ও রুবাইয়াত ইসলাম তৃষা, মানবসম্পদ তারেক উজ্জামান অপু ও তারিকুল ইসলাম তন্ময়, ইভেন্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আজরাফ ও নূরে মিম, মিডিয়া ও প্রকাশনা রুকাইয়া তাবাসসুম রিফাহ, আইসিটি লাবনী বালা, যোগাযোগ তানভীর রহমান, প্রচার ও ব্র্যান্ডিং আব্দুল হাদি, দপ্তর সম্পাদক প্রকৃতি চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বলেন, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব একটি পরিবারের মতো। আমাদের লক্ষ্য হলো কলেজের প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সফল বছর পার করব ইনশাআল্লাহ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top