রাজশাহী মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২


রাজশাহী কলেজের মিষ্টি বিকেল


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৬ ২৩:৫৮

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ২৩:৫৯

রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজের বিকেল মানেই যেন এক অন্যরকম অনুভূতি। দুপুরের তীব্র গরম মিলিয়ে গেলে ক্যাম্পাস জুড়ে নেমে আসে এক নরম, শান্ত আলো। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ে, গাছের পাতার ফাঁক গলে সেই আলো যখন মাটিতে এসে পড়ে পুরো কলেজটাই যেন সোনালি রঙে রাঙা হয়ে ওঠে।

ক্লাস শেষে ছাত্রছাত্রীরা তখন ধীরে ধীরে বের হয়। কারও পা পড়ে মাঠের দিকে, কেউ আবার বন্ধুদের সঙ্গে বসে পড়ে আড্ডায়। দিনের ব্যস্ততা যেন এই সময়টায় এসে একটু থেমে যায়। রাজশাহী কলেজের বিকেলে ছড়িয়ে থাকে এক ধরনের প্রশান্তি, যা সহজে অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না।

মাঠের দিকে তাকালেই চোখে পড়ে নানা দৃশ্য কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবলে ব্যস্ত, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পে মেতে উঠেছে। বাতাসে থাকে হালকা শীতলতা না গরম, না ঠান্ডা একেবারে আরামদায়ক। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকেও যেন তখন আরও শান্ত মনে হয়।

লাইব্রেরির সামনেও জমে ওঠে আরেক দৃশ্য। অনেকেই বই হাতে বসে থাকে কেউ মনোযোগ দিয়ে পড়ছে, কেউ গল্পের পাতায় ডুবে আছে। হালকা বাতাসে বইয়ের পাতা উড়ে গেলেও চোখ সরে না শব্দের জগৎ থেকে। বিকেলের এই নীরবতা পড়াশোনার জন্য যেন একেবারে আদর্শ সময়। সূর্য যখন আরও নিচে নামতে থাকে, তখন অনেকেই ক্যামেরা বের করে নেয়। কেউ সেলফি তোলে, কেউ বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি। এই বিকেলে রাজশাহী কলেজ যেন আরও বেশি মনমুগ্ধকর হয়ে ওঠে।

যারা একা হাঁটতে ভালোবাসে, তারা মাঠের চারপাশে ধীরে ধীরে হেঁটে বেড়ায়। দূরে ভেসে আসে আজানের ধ্বনি, পাখিরা ফিরতে থাকে বাসার পথে। চারপাশের পরিবেশ তখন হয়ে ওঠে শান্ত, নিরিবিলি। দিনের কোলাহল শেষে রাজশাহী কলেজের বিকেল যেন নীরবে বলে এবার একটু থামো।

রাজশাহী কলেজের বিকেলটাই যেন সবচেয়ে সুন্দর সময়। সকালে ক্লাসের চাপ, দুপুরের ব্যস্ততা সবকিছুর শেষে এই বিকেলটা হয় নিজের মতো করে কাটানোর সুযোগ। কেউ আকাশ দেখে, কেউ গান শোনে, কেউ আবার কেবল চুপচাপ বসে থাকে।

একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী তানজিম বলেন, ক্লাস শেষে কফি হাতে সবাই মিলে আড্ডা দেওয়ার মজাই আলাদা। একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র হুমায়ন বলেন, দুপুরের পর বন্ধুরা মিলে গল্প আর ক্রিকেট খেললে মনটা একদম তরতাজা হয়ে যা অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী সুরাইয়া বলেন, বিকেলে মাঠের এই সুন্দর পরিবেশ কাছে থেকে না দেখলে বোঝাই যাবে না ভীষণ ভালো লাগে।

এই সময়টায় কলেজ জুড়ে কাজ করে এক অদ্ভুত ভালো লাগা। সূর্য ডোবার সময় আকাশে ছড়িয়ে পড়ে লালচে আভা, বাতাসে মিশে থাকে শান্তির গন্ধ। মনে হয়, রাজশাহী কলেজ যেন প্রতিদিন বিকেলে নতুন করে জেগে ওঠে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top