রাজশাহী শনিবার, ২৯শে মার্চ ২০২৫, ১৫ই চৈত্র ১৪৩১


আত্রাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৪ ১৪:১১

আপডেট:
২৯ মার্চ ২০২৫ ০১:০৫

ফাইল ছবি

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নুরুজ্জামান (জামান) নামক এক ব্যবসায়ীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন এই অর্থদন্ড দেন।

ইউএনও পপি খাতুন বলেন, আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর সত্যতা পাই। যার ফলে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, নদী থেকে যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে, আর সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু বালু উত্তোলনের ক্ষেত্রে নয়, আমাদের পত্নীতলা কে মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোর গ্যাং, জুয়া, ভূমিদস্যু, বিভিন্ন অফিস. দালাল মুক্ত করা সহ যত প্রকার অপরাধ আছে তা নিয়ন্ত্রনে আমরা সব সময় অভিযান পরিচালনা করে যাব।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top