রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


রাণীনগরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৪ ১৯:৫৭

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০৩:১৭

ছবি: মতবিনিময়

নওগাঁর রাণীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মেহেদী মাসুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের এমন ক্রান্তিকালকে জয় করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে এক সঙ্গে কাজ করার প্রতি আহ্বান জানান ওসি মেহেদী মাসুদ।

এসময় ওসি বলেন, উপজেলার সকল স্থানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে বিঘ্ন ঘটে এমন যে কোন ধরণের অপ্রীতিকর কর্মকান্ড সংঘটিত হওয়ার আগেই তা বন্ধ করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজার রাখার নিমিত্তে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতা করতে সাংবাদিকরা অনন্য ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। নতুন করে একটি সুখি ও হানাহানি মুক্ত উপজেলা গড়ে তুলতে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক সঙ্গে বসবাস করতে হলে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই বর্তমান ভীতিকর অবস্থা থেকে মুক্ত করে পুলিশ বাহিনীকে আগের মতো মাঠে নামাতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কোন বিকল্প নেই বলে মনে করেন ওসি।

এসময় বক্তব্য রাখেন উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ চৌধুরী সেলিম, অধ্যক্ষ হারুনুর রশিদ, এসএম সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন প্রমুখ। এছাড়াও উপজেলার তিনটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার (২৫ আগস্ট) প্রশাসনিক কারণে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলী করায় ওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মেহেদী মাসুদ।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top