শীতার্তদের মাঝে মানবিকতার উষ্ণতা ছড়াল বিএনপি নেতা মহসীন
শীতের তীব্রতা যখন রাজশাহীর জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, তখন মানবিকতার উষ্ণ স্পর্শ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতা সৈয়দ মোহাম্মদ মহসীন ।
বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মহানগর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীন এর উদ্যোগে শীতার্ত ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার গভীর রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। গভীর রাতে যখন শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়, ঠিক তখনই সৈয়দ মোহাম্মদ মহসীন নিজে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ।
এসময় সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, রাজনীতি শুধু ক্ষমতা বা পদ-পদবির বিষয় নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো, দুঃসময়ে সহমর্মিতা দেখানো । শীতার্ত মানুষদের মুখে কম্বল পেয়ে স্বস্তির হাসি ছিল এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরো বলেন, "বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই ক্ষুদ্র উদ্যোগ। এসময় তিনি সমাজের বিত্তবান ও রাজনৈতিক সচেতন সকলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কম্বল বিতরণের সময় অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে দোয়া করেন বেগম খালেদা জিয়ার জন্য এবং এই মানবিক উদ্যোগে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রাজশাহীতে মানবিক রাজনীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজনীতি যে মানুষের দুঃখ-কষ্ট বোঝার মাধ্যম হতে পারে, এই উদ্যোগ তারই বাস্তব প্রমাণ ।
শীতের রাতে কম্বলের উষ্ণতা যেমন শরীরকে উষ্ণ করেছে, তেমনি এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছে ভরসা ও ভালোবাসা ।
আরপি/আআ
বিষয়: রাজশাহী

আপনার মূল্যবান মতামত দিন: