রাজশাহী বৃহঃস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩, ১৭ই অগ্রহায়ণ ১৪৩০


নওগাঁয় স্বামীর হাতে স্ত্রী খুন


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২০ ২২:৩৫

আপডেট:
৩০ নভেম্বর ২০২৩ ২৩:৫০

প্রতীকি ছবি

নওগাঁর নিয়ামতপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কানইন (করবলা) গ্রামের ভুট্টু গত মঙ্গলবার রাত ৩টায় তার স্ত্রী দুই সন্তানের জননী তারা মনি (৩৫)কে নেশাগ্রস্থ অবস্থায় লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সাথে সাথে তারা মনির মৃত্যু হয়।

বিষয়টি সকালে গ্রামবাসী পুলিশকে জানালে সাথে সাথে অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপ-পরিদর্শক (এসআই) দুরুল হুদা, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করেন। ঘাতক স্বামী ভুট্টুকে আটক করে।

আটক স্বামী ভুট্টু সাংবাদিককে বলেন, ‘আমি আজ আমার স্ত্রীকে মারধর করিনি। কয়েকদিন আগে তাকে পারিবারিক কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মেরেছিলাম। আমার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে। অসুস্থও ছিল। অসুস্থতার কারণে মারা গেছে’।

নাবালক দুই ছেলের সাথে। তারা বলে, আমরা মাকে মারতে দেখিনি। আমরা ঘুমিয়ে ছিলাম।

এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা স্বামীর আঘাতেই তারা মনি মারা গেছে। শরীরের বিভিন্ন স্থানে মারের আলামতও রয়েছে। ভুট্টু নিজেও স্ত্রীকে কিল ঘুষি মারার কথা স্বীকার করেছে। অন্য কোন কারণে যদি মারা যায় তা বলতে পারে মেডিক্যাল টেস্ট করার পর। আমরা হত্যা মামলা নিয়েছি। স্বামী ভুট্টুকে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top