রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


ওয়াহিদা খানমের হামলাকারীদের বিচার দাবিতে মহাদেবপুরে মানববন্ধন


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২০ ১২:২৪

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০২:১৭

ওয়াহিদা খানমের হামলাকারীদের বিচার দাবিতে মহাদেবপুরে মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শান্তির দাবিতে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বাসষ্টান্ডে এ মানববন্ধনে আয়োজন করে মহাদেবপুরবাসী।
এ সময় বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ, বাসস্টান্ড বণিক সমিতি সভাপতি মুনিরুল হক মুনি, ওয়াহিদা খানমের সহপাটি ও শিক্ষা নবিশ আইনজীবী গোলাম সরোয়ার মেহাদী, রাবেয়া পল্লির পরিচালক আবাইদুল হক বাচ্ছু, গোলাম কিবরিয়া নাইস প্রমুখ।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে যেসব কথা হলো ইউএনও ওয়াহিদার

বক্তারা ওয়াহিদার উপর হামলাকারী দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বলেন, অন্যায়ের সাথে আপোস না করায় ইউএনও ওয়াহিদাকে হত্যা চেষ্টা করা হয়েছে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করার আহবান জানানো হয় এ মানববন্ধনে ।

উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ইউএনও’র সরকারি বাসভবনে একদল দুর্বৃত্ত ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় চিৎকারে তার সঙ্গে থাকা বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে যখম করে।

গুরুত্বর আহতবস্থায় ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিন দুপুরে রংপুুুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন।

 

আরপি/ এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top