রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নওগাঁয় ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের আলোচনা সভা


প্রকাশিত:
১৯ জুন ২০২০ ২২:৩৬

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৭:৩৩

ছবি: নওগাঁয় ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের আলোচনা সভা

নওগাঁয় করোনা ভাইসাসের কারনে বেকার কর্মহীন হয়ে পড়ায় জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের বিভিন্ন দপ্তরের সহায়তার জন্য স্মারকলিপি প্রদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নওগাঁ শহরের কারিনা সুপার মার্কেটর নিজস্ব অফিসে জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল ইসলাম আলাল, সাধারন সম্পাদক চন্দন কুমার সাহা, সহ-সাধারন সম্পাদক দিলীপ চৌহান,নিমাই চাঁদ সাহা।

এসময় বক্তারা বলেন,বাংলাদেশে করোনা ভাইরাসের কারনে সকল প্রকার সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সভা-সেমিনারসহ অন্যান্য অনুষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ থাকার কারণে বেকার কর্মহীন হয়ে পড়ার কারণে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ্যাসোসিয়েশন পরিচালনা করা হুমকির মূখে দাঁড়িয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলা ভিডিও গ্রাফার এ্যাসোসিয়েশনের সকল সদস্যসহ অন্যন্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top