করোনা পরীক্ষার যন্ত্র স্থাপনের দাবিতে নওগাঁয় একুশে পরিষদের স্মারকলিপি প্রদান

নওগাঁয় একুশে পরিষদ করোনা পরীক্ষার যন্ত্র স্থাপনের দাবিতে জেলা প্রশাসন ও সির্ভিল সার্জনকে স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় নওগাঁয় করোনা যন্ত্র স্থাপনের দাবিতে একুশে পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর নওগাঁ জেলা প্রশাসন ও সিভিল সার্জন নওগাঁকে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় একুশে পরিষদের উপদেষ্টা কায়েস উদ্দিন, সভাপতি অ্যাডঃ ডি এম আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, দপ্তর সম্পাদক খন্দকার হাসেম আলী রঞ্জু উপস্থিত ছিলেন।
নওগাঁ সিভিল সার্জন আকন্দ ডা. আ.ম. আখতারুজ্জামান একুশে পরিষদ নওগাঁর আবেদন পত্রটি গ্রহণ করেন এবং যথা নিয়মে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন মর্মে জানান।
অনুরুপভাবে জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদ এর মাধ্যমে একই দাবিতে একুশে পরিষদ নওগাঁ আরও একটি আবেদন প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েয়ে বলে জানান।
আরপি/এমএএইচ
আপনার মূল্যবান মতামত দিন: