রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


রাণীনগরে বাইসাইকেলসহ চোর গ্রেফতার


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৫

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৯

ছবি: গ্রেফতার আসামি

নওগাঁর রাণীনগরে দুইটি বাইসাইকেলসহ সাইকেল চোর চক্রের এক সদস্য রবিউল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পারইল লস্কর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিউল ইসলাম উপজেলার পারইল গ্রামের সাইয়ার রহমানের ছেলে।

আরও পড়ুন: ট্রাক সড়ানোর জেরে শ্রমিককে পেটালেন আনসার সদস্যরা

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা জানান, সোমবার রাতে থানা পুলিশের টহল চলছিল। এ সময় চোরাই বাইসাইকেল বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানে যুবক রবিউল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে তার কাছ থেকে চোরাই দু’টি বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১১


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top