পঁচা আম ক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট পরিচালনা করে দেখা যায়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা আম ক্রয় করছে কিছু অসাধু ব্যবসায়ী। পঁচা আম ক্রয় করায় ৩ জন আম ব্যবসায়ী আড়ত মালিকে হাতেনাতে ধরা পরে। এমন কৃতিকালাপের জন্য ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:টাকা চুরির সন্দেহে হযরতকে শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে ফেলে নাহিদ
সোমাবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন আম আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ দণ্ডাদেশ দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। অভিযানে অংশনেয় সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, নিরাপদ খাদ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন, থানা পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এসময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পঁচা আম ক্রয়ের সত্যতা পাওয়ায় আইরিন ফল ভান্ডারের মালিক শহিদুল ইসলাম কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রিফাত ফল ভান্ডারের মালিক রেজাউল ইসলাম কে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড এবং ভাই ভাই আম আড়তের মালিক সারোয়ার হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
আরপি/এসএইচ-০৪
বিষয়: নওগাঁ
আপনার মূল্যবান মতামত দিন: