রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নওগাঁ বিজিবি’র উদ্যোগে মাছের পোনা অবমুক্ত


প্রকাশিত:
২৫ জুলাই ২০২২ ০৪:২০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:১৯

ফাইল ছবি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি'র উদ্যোগে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

ব্যাটালিয়নের আওতাধীন নওগাঁ জেলার সদর, পোরশা ও সাপাহার এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৪৪ বিঘা জলাবিশিষ্ট মোট ১৪টি পৃথক পুকুরে বিভিন্ন দেশী প্রজাতির ১০০ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুন:ভর্তি পরীক্ষা কাল: রাবির সার্বিক প্রস্তুতি সম্পন্ন

জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় এই কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি'র প্রধান দপ্তরের একটি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসিজি।

আরও পড়ুন: ফের আকর্ষিত করা হচ্ছে ইনস্টাগ্রামের রিলস

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সহ-সভাপতি এ এস এম রাইহান আলমসহ বিজিবি'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top