রাজশাহী বুধবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, ৭ই ফাল্গুন ১৪৩১


ছাদ থেকে পড়ে জাতীয় পার্টির নেতার মৃত্যু


প্রকাশিত:
২৪ জুলাই ২০২২ ০৫:০৩

আপডেট:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৮

রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী গোলাম কবীর

নওগাঁর রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী গোলাম কবীর (৬২) ছাদ থেকে পড়ে মারা গেছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে রেলগেট এলাকায় তার নিজ বাসার তিন তলা পড়ে তিনি মারা যান।

আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

কাজী গোলাম কবীর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মৃত কাজী কাশেম আলীর ছেলে। তবে মৃত্যুর সঠিক কারন জানতে ময়না তদন্তে জন্য লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন: রাণীনগরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

নিহত কাজী গোলাম কবীরের বড় মেয়ে কাজী কেয়া আক্তার বলেন, শ্রমীক নিয়ে তার বাবা বাসার তিন তলা ছাদে কাজ করছিলেন। এসময় দুপুর আড়াইটা নাগাদ শ্রমিক নেমে আসলে কিছু পরে হঠাৎ করেই নিচে পরে যায়। তাকে রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

আরও পড়ুন: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সাপাহারে আলোচনা সভা

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কোন কারনে হয়তো ছাদ থেকে নিচে পরে তার মৃত্যু হয়েছে, কিন্তু তার পরেও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য বিকেলে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: হবুবধূকে উপহার দেওয়া যাবে কি?

 

আরপি/ এমএএইচ-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top