রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


রামেক হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু


প্রকাশিত:
২৪ জুলাই ২০২২ ০৪:৪৭

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২৩:০০

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে শনিবার (২৩ জুলাই) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (২৩ জুলাই) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সাপাহারে আলোচনা সভা

রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে তিন জনের প্রাণহানি ঘটেছে। তারা সবাই করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মৃতরা হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

আরও পড়ুন: রাণীনগরে সাংবাদিকদের সাথে মৎস্য কর্মকর্তার মতবিনিময়

বর্তমানে (শনিবার সকাল ৯টা পর্যন্ত) এই ওয়ার্ডে শয্যা সংখ্যা রয়েছে ২৪টি। তার মধ্যে রোগী ভর্তি রয়েছেন ১৩ জন। যেখানে গতকালও ১২ রোগী চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন:রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন দিবালা

তিনি আরও জানান, এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪ জন রোগী।

আরও পড়ুন: হবুবধূকে উপহার দেওয়া যাবে কি?

এদিকে, শুক্রবার (২২ জুলাই) রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশে।

 

আরপি/ এমএএইচ-১৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top