রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


রাণীনগরের আবাদপুকুর বাজারে ব্যবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময়


প্রকাশিত:
৫ জুলাই ২০২২ ০৩:১৮

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৫৩

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সাথে মত বিনিময় করেছেন থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ।

রোববার রাতে আবাদপুকুর বেবিস্ট্যান্ড আরাফাত সপিং কমপ্লেক্সে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবাদপুকুর বাজার বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অব:) ড.ইউনুস আলী প্রামানিক,কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন,একডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী,রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা,এসআই মিজানুর রহমান,একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম,বাজার বনিক সমিতির সম্পাদক মাহফুজুর রহমান বেলুন,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী প্রমূখ।

মত বিনিময় সভায় বাজারে নিরাপত্তা জোরদার,সিসি ক্যামেরা স্থাপন,মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রনে করনিয় বিষয়ে আলোচনা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:

Top