মহাদেবপুরে মাদকব্যবসায়ী দম্পতি আটক

নওগাঁর মহাদেবপুরে হেরোইন, ইয়াবা ও মাদকবিক্রির তিন লাখ ছয় হাজার ১৬০ টাকাসহ শহরের কুখ্যাত মাদকব্যবসায়ী ডুয়েল-মেরিনা দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জাকির হোসেন ওরফে ডুয়েল (৩০) উপজেলা সদরের লিচুবাগান পূর্বপাড়ার আশরাফুল ইসলামের ছেলে ও তার স্ত্রী মেরিনা আকতার (২৬) বছরের পর বছর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় আরও ১৪টি মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ডুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন, ২৩ পিস ইয়াবা উদ্ধার এবং মাদকবিক্রির টাকা জব্দ করে তাদের আটক করা হয়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরপি/এসআর-০৩
আপনার মূল্যবান মতামত দিন: