রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ধামইরহাটে ইয়াবাসহ যুবলীগ নেতা ও সহযোগী আটক


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২১ ১৮:০৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১০:২৭

ছবি: আটক দুইজন

নওগাঁর ধামইরহাটে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০ টায় উপজেলার খেলনা ইউনিয়নের গোপিরামপুর গ্রামে এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- ধামইরহাট খেলনা ইউনিয়নের শিশু নামক এলাকার ইয়াছিন আলির ছেলে মো. গোলাম মর্তুজা ডালিম (৪১) তিনি খেলনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও তার সহযোগী রসপুর (কুর্ষামারি) গ্রামের আজিজার রহমানের ছেলে নবির রহমান (৩৮)। এ ঘটনায় উপজেলার মঙ্গলকোঠা নামক এলাকার পিতা হায়দার আলীর ছেলে মো. কাদের (৩৩) পালিয়ে যান।

এলাকাবাসী ও ডিবি পুলিশ সুত্রে যানা গেছে, গোলাম মর্তুজা ডালিম তিনি খেলনা ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি হওয়ার কারণে এলাকাজুড়ে মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। এবং বিভিন্ন মাদক ব্যাবসায়ীদের সাথে প্রকাশ্যে মাদকের ব্যাবসা করতো। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারে না। কথা বললে প্রকাশ্যে মারপিটসহ হত্যার হুমকি দিত।

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান, এ এস আই মেহেদী হাসান সংঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে খেলনা ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ যুবলীগ নেতা ও তার সহযোগীকে আটক করেন। এঘটনায় তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top