রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


বৃক্ষরোপণ করলেন ছাত্রলীগ নেতা অন্তর


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ০৬:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২৩:০৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন নওগাঁর আত্রাই উপজেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক মো. অন্তর খান। শনিবার (১৪ আগস্ট) আত্রাই উপজেলায় সড়কের পাশে দলীয় কর্মীদের নিয়ে চারটি বৃক্ষরোপণ করেন তিনি।

বৃক্ষরোপণ বিষয়ে অন্তর খান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের প্রয়োজনীয়তা অনেক। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এমন কর্মসূচি হাতে নিয়েছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বদা কাজ করে যাব।

তিনি জানান, ছাত্রলীগ কাজ করছে দেশের মঙ্গলের স্বার্থে। তিনিও এ সংগঠনে সম্পৃক্ত থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। যা তরুণদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে বেশ কার্যকরী হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top