রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ধামইরহাটে ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


প্রকাশিত:
৮ আগস্ট ২০২১ ১৮:০৭

আপডেট:
৮ আগস্ট ২০২১ ১৮:০৯

ছবি: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে বনবিভাগের পক্ষ থেকে ফলজ বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ১৫ হাজার গাছের চারারোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসব চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল।
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, উপজেলা বনবিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান, আড়ানগর ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান আলী কমল, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মো. আবু রায়হান প্রমুখ।
 
বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার দূর্যোগ মোকাবিলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে উপজেলার আড়ানগর ইউনিয়নের সিংগারুল থেকে বংশীপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা নিয়ে ঘুকসী খাড়ীর দুই পার্শ্বে মেহগনি, জাম, জারুল, হিজল, আকাশমণি, কদম, পিতালীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে রোপণ কাজ সমাপ্ত করা হবে।
 
 
আরপি/এসআর


আপনার মূল্যবান মতামত দিন:

Top