রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


মহাদেবপুরে বাসন্তী সাজে পিঠার ঘ্রাণে প্রাণোচ্ছল উপজেলা চত্বর


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১১:৫৫

ছবি: প্রতিনিধি

মহাদেবপুরে বাসন্তী সাজে পিঠার ঘ্রাণে প্রাণোচ্ছল উপজেলা চত্বরশুধু কি প্রকৃতি, সেই সঙ্গে রাঙিয়েছে মানুষের মনও! ‘বাসন্তী বাতাসের রঙিন মেলায়, মন ছুঁয়ে যাক খুশির দোরায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার ঘ্রাণে প্রাণো”ছল উপজেলা চত্বর। বসন্তের নানা রঙে রাঙিয়ে উপজেলা লেডিস ক্লাবের সদস্যরা নিজেদের অনন্য সাজে প্রকাশ করেছেন। সেই সাথে বর্ণিল পিঠার মিষ্টতায় ছেয়ে গেছে উপজেলা ক্যাম্পাস। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে বসন্তবরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছে পুরো আয়োজন।

মহাদেবপুর উপজেলা লেডিস ক্লাবের সভাপতি জেইন ইফফাত লগ্ন’র সভাপতিত্বে নওগাঁ জেলা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তাহমিনা শারমিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত থেকে উৎসবের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। নওগাঁ জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তার সহধর্মিনী মাহিম সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী জ্যোতির্ময়ী বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এর সহধর্মিনী কামরুন নাহার, ইউএনও মিজানুর রহমান মিলন, কৃষিবিদ অরুন চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন, ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা কৃষি অফিসারের সহধর্মিনী পপি রানী দাস, মহিলা বিষয়ক অফিসার আমিনা খাতুন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন। অনুষ্ঠান স লনা করেন হাতেখড়ি নওগাঁর সভাপতি নওরীন অকতার শারমিন।

উদ্বোধন শেষে উপস্থিত সকলকে বিভিন্ন প্রকার পিঠা-পায়েস আপ্যায়ন করান উপজেলা লেডিস ক্লাবের সভাপতি জেইন ইফফাত লগ্ন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আরপি/ এসআই-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top