রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


নওগাঁয় একটি ভেকু ও ৬টি ট্রাক্টর আটক করেছে গ্রামবাসী


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩২

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৩৯

ছবি: প্রতিনিধি

নওগাঁয় চলমান তুলশীগঙ্গা নদী খননের পর সেখানে জমাকৃত মাটি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী একটি ভেকু মেশিন এবং ৬টি ট্রাক্টর আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে নওগাঁ পৌরসভা এলাকার খিদিরপুর মুন্সিপাড়া নামক স্থানে।

জানা গেছে তুলশীগঙ্গা নদী খনন কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার রাতে স্থানীয় এক বিশিষ্ট ইটভাটা মালিক এবং ঠিকাদার তাঁর ইটভাটার জন্য ভেকু এবং ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে যাওয়া প্রক্রিয়া শুরু করেন। ভেকু এবং ট্রাক্টরের শব্দ পেয়ে খিদিরপ্রর গ্রামের বাসিন্দারা জেগে উঠেন এবং ঘটনাস্থা’লে গিয়ে তাদের প্রতিহত করেন।

এ সময় গ্রামবাসীরা মাটি গ্রহণের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন এবং ৬টি ট্রাক্টর আটক করে রাখেন। এসব ভেকু মেশিন ও ট্র্ক্টার এখনও ঘটনাস্থালে রয়েছে। গ্রামবাসী এসব ট্রাক্টরের সবগুলো চাকার হাওয়া বের করে দিয়েছেন।

আরপি/ এসআই-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top