রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


বর্ষা এলেই গর্ভবতী গোকুল সুন্দরী বিল


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ২৩:৩৮

আপডেট:
১৯ জুলাই ২০২০ ২৩:৪৩

গোকুল সুন্দরী বিল। ছবি: সংবাদদাতা

দেখে মনে হবে মেঘের কোল ঘেষে তৃষ্ণার্ত আকাশ নেমে পড়েছে গর্ভবতী নদীর বুকে। পড়ন্ত বিকেলে মৃদু হাওয়ায় সোনালী জলের ঢেউয়ে খেলা করে লাল সূর্য। কখনো কখনো অভিমানি মেঘ বর্ষায় কালো মেঘে ঢেকে গেলে অঝোরে নামে বৃষ্টি। আবার শরতের কাশফুলের মতো নীল বর্ণের মেঘের বুকে খেলা করে অগুনিত সারস পাখি। রুপবতী প্রকৃতিতে চতুর ক্ষুধার্ত মাছরাঙ্গা জলের ভেতর সরপুঁটির সাথে খেলা করে রোজ।

রুপসী বাংলায় ষড় ঋতুতে এখন বর্ষাকাল। ঋতু বৈচিত্রে নদী-নালা, খাল-বিল ভরে টইটুম্বুর। বর্ষায় গর্ভবতী নদীর এমন মনোমুগ্ধকর রুপ বৈচিত্র স্বচক্ষে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে কয়েক হাজার মানুষ। বলছিলাম গোকুল সুন্দরী (ঘুকসি) বিলের কথা।

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় ৫ নং আড়ানগর ইউনিয়নের অন্তর্গত গোকুল সুন্দরী ঘুকসি বিল যা স্থানীয় লোকজন গোকুল ব্রিজ বা ঘুকসি বিল নামে পরিচিত। কেউ কেউ আবার এই বিলকে গোকুল বিল নামেও ডাকেন। বিলের পুর্ব পাশে জাহানপুর ও পশ্চিম পাশে রয়েছে আড়ানগর ইউনিয়ন।

শুষ্ক মৌসুমে গোকুল (ঘুকসি) বিলের জল শুকিয়ে বিলের জৌলুস হারিয়ে গেলেও চতুর্দিকে রয়েছে ফসলী জমি। বর্ষা শেষে ফসলি জমিতে পলি জমে মৌসুমে কৃষক নানান ধরনের ফসল ফলায়। এই বিলে গ্রামের ছোট বড়ো সকল পেশার মানুষ দল বেঁধে হুইল, বরশি আর জাল দিয়ে মাছ ধরতে যায়।

এই বিলকে ঘিরে গড়ে উঠেছে দেশি-বিদেশী বিভিন্ন জাতের হাঁসের খামার। অন্যদিকে প্রকৃতিতে ভরা বর্ষায় গোকুল বিল ফুলে ফেঁপে উঠলে নদীর অপার সৌন্দর্যে রুপ ধারণ করে। আশেপাশে বড় নদী না থাকায় বর্ষাকালে এ এলাকার মানুষ গোকুল সুন্দরী (ঘুকসি) বিলের মাঝেই খুঁজে পান নদীর অপার সুন্দর্য। তরুণ তরুনীর ভিড়ে বিলের দুই পাশে মুঠোফোনে সেলফি তোলার প্রতিযোগীতা শুরু হয়ে যায়। ভরা বিলের মাঝে কলার ভেলায় চড়ে মাছ ধরার দৃশ্য এককথায় অসাধারণ। করোনাকালে ঘরে বন্দী থাকা মানুষ একটু স্বস্থির নিঃশ্বাস নিতে দূর দূরান্ত থেকে মটোর সাইকেল, ভেন-রিক্সা, মাইক্রোবাস, ইজি পাওয়ারে করে বর্ষায় গর্ভবতী নদী সাদৃশ্য বিলের এমন মনোমুগ্ধকর রুপ বৈচিত্র স্বচক্ষে দেখতে প্রতিদিন ভিড় করছে কয়েক হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দা আঃ রাজ্জাক বলেন, শুষ্ক মৌসুমে গোকুল (ঘুকসি) বিলের জল শুকিয়ে বিলের জৌলুস হারিয়ে গেলেও বর্ষায় ফিরে পায় তার ভরা যৌবন। বিলের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে এখানে প্রতিদিন ভ্রমন পিপাসু কয়েক হাজার মানুষের ঢল নামে।

গোকুল সুন্দরী বিলে যেতে ঢাকা হতে দেশের যেকোন প্রান্ত থেকে আগে নওগাঁ অথবা জয়পুরহাট জেলায় আসতে হবে তারপর সরাসরি ধামইরহাট বাজার থেকে ফতেপুর হয়ে কাশিমবি মোড় তারপর সোজা ৬-৭ কিঃ মিঃ পিচ ঢালা পথ দিয়ে গেলেই দেখা মিলবে গোকুল সুন্দরী (ঘুকসি) বিল। বিলের দুই পাড়ের মানুষের যাতায়াতের সুবিধার্তে বিলের উপর ৭৬ মিঃ একটি দীর্ঘ ব্রিজ নির্মাণ করা হয়। আর এতে খুব সহজেই দুই পাড়ে যাতায়াতসহ নওগাঁ থেকে বাইপাস হয়ে জয়পুরহাট জেলায় যাওয়া যায়।

 

আরপি/আআ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top