মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১
                                নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় মহাদেবপুর-পোরশা আ লিক সড়কের কুঞ্জবন এলাকার কালাম ব্রিকস্ এর সামনে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আজিজুল হক (৪৮)। তিনি জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতুয়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে। আহত ব্যক্তি হলেন সাজ্জাদ হোসেন (৪২)। তিনি একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ও সাজ্জাদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুর যা”িছলেন। পথিমধ্যে কুঞ্জবন এলাকার কালাম ব্রিকস্ এর সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে আজিজুল ঘটনাস্থলে মারা যান।সানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যান সাজ্জাদ। তিনি সেখানে চিকিৎসাধী রয়েছেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আরপি/ এসআই-১০
বিষয়: নওগাঁ মহাদেবপুর মোটরসাইকেল মৃত্যু

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: