রাজশাহী মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০৪

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩

ছবি: সংগৃহীত

নওগাঁর পোরশা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সুমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিপাড়া ঠাকুরণতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন নোচনাহার বাজারের আব্দুল মান্নানের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুমন মোটরসাইকেল নিয়ে উপজেলার নোচনাহার ছাতনতলী বাজারে যান।

বাজারে কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিপাড়া ঠাকুরণতলী এলাকায় রাস্তার বাঁকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে যান।

গুরুতর অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানার ওসি শফিউল আজম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরপি / এমবি-৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top