রাজশাহী মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন ১৪৩২


মান্দায় ভুট্টার ক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২১ ০২:২৪

আপডেট:
১৪ জানুয়ারী ২০২১ ০২:৩২

প্রতিকী ছবি

নওগাঁর মান্দায় ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুস সাত্তার(৫০) উপজেলার নুরুল্লাাবাদ ইউনিয়নের পার- নুরুল্লাাবাদ গ্রামের মৃত ফজের আলীর ছেলে। বুধবার সকাল ১০টার দিকে বিষ্ণপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামের সামাদের মোড়ের আত্রাই নদীর তীরে ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই ব্যক্তিকে গলাকেটে হত্যা করে ক্ষেতে রেখে গেছে। সকালে কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখে সংবাদ দেয়। বিষয়টি থানায় অবগত করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top