আট মাস পর কারামুক্ত হলেন সাংবাদিক আজাদ
নওগাঁর পত্নীতলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আট মাস ১৮ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ। শুক্রবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।
সাংবাদিক আজাদ নওগাঁর পত্নীতলা উপজেলায় ‘দৈনিক আমাদের সময়’ ও ‘দৈনিক অবজারভার’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
সূত্র জানায়, করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গত বছরের ১২ এপ্রিল সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদকে নজিপুর পৌর এলাকার আল-হেরা স্কুলপাড়া থেকে আটক করে পুলিশ। পরে পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরপি/এসকে
বিষয়: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হন তিনি। আট মাস পর কারামুক্ত হলেন সাংবাদিক আজাদ নওগাঁর পত্নীতলা
আপনার মূল্যবান মতামত দিন: