রাণীনগরে অবৈধভাবে পুকুর খনন করায় ২৫ হাজার টাকা জরিমানা
নওগাঁর রাণীনগরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় পুকুর মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চকারপুকুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। এ সময় পুকুর খননে ব্যবহৃত (ইস্কেবেটর) ভেকুর যন্ত্রাংশ চাবি ও ব্যাটারী জব্দ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, উপজেলার একডালা ইউনিয়নের চকারপুকুর গ্রামের মাঠে কৃষি জমিতে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রহিম সরদার প্রায় এক বিঘা জমিতে পুকুর খনন করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুকুর খনন বন্ধ এবং পুকুর মালিকের ২৫ হাজার জরিমানা করা হয়। এছাড়াও পুকুর খননে ব্যবহৃত (ইস্কেবেটর) ভেকুর যন্ত্রাংশ চাবি ও ব্যাটারী জব্দ করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: