রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে লেডিস ক্লাবের শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২০ ০১:২১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৩:৫২

 

নওগাঁর মহাদেবপুরে ১৪২ জন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরের রাবেয়া পল্লীর ‘অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের’ (এনডিডি) শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

কবি এমএ খালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলনের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভাপতি জেইন ইফফাত লগ্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক কহিনুর আক্তার কুমু, রাবেয়া পল্লীর স্বাত্বাধিকারী ওবায়দুল হক বাচ্চু প্রমুখ।

 

আরপি/এসকে

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top