আত্রাইয়ে ২৭০ বোতল ফেন্সিডিলসহ আটক এক

নওগাঁর আত্রাইয়ে ২৭০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিশা ইউনিয়নের পার মোহনঘোষ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয়। এসময় একটি সিএনজিও জব্দ করা হয়।
আটককৃতের নাম মোঃ মিল্টন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ইকবালপুর গ্ৰামের মোঃ নাইরুল ইসলামের ছেলে।
আত্রাই থানার ওসি মোঃ মোসলেম উদ্দিন জানান, উপজেলার বিশা ইউনিয়নের পার মোহনঘোষ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী রাতে মাদক চোরাচালান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মিল্টনের কাছে থেকে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভেতরে নিয়ে যাওয়া ২৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: