মান্দায় গ্যাসবড়ি খেয়ে যুবকের মৃত্যু!
                                নওগাঁর মান্দায় মায়ের উপর অভিমান করে এনামুল ওরফে ভগা (৩০) নামের এক যুবক গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত এনামুল ওরফে ভগা উপজেলার ৫ নম্বর গনেশপুর ইউনিয়ন এবং গনেশপুর গ্রামের আফছার আলীর ছেলে। সোমবার (৭ ডিসেম্বর ) দুপুরে তার মৃত্যু হয়।
জানা গেছে, এক সন্তানের জনক নিহত এনামুল ওরফে ভগা তার মায়ের উপর অভিমান করে দিনের বেলায় সবার অগোচরে গ্যাসবড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু কেউ বাদী না হওয়ায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওইদিন সকালে মায়ের সাথে এনামুলের বাকবিতণ্ডা হয়। একারণেই অভিমান করে তিনি এমন পথ বেছে নেন বলে ধারণা করছেন প্রতিবেশিরা।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) জাহিদ হোসেন এনামুলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরপি/এসকে

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: