রাজশাহী বৃহঃস্পতিবার, ১৭ই এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২


মহাদেবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২০ ০৪:২২

আপডেট:
১৭ এপ্রিল ২০২৫ ১৭:০৪

 

নওগাঁর মহাদেবপুরে সাহেব আলী (৫২) ও এরশাদ আলী (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় ১৩০ পিস ইয়াবা, ১৪ গ্রাম হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সাহেব উপজেলার শিবরামপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে ও এরশাদ একই গ্রামের মোনাজ সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি নজরুল ইসলাম জুয়েল এর নেতৃত্বে এসআই এমদাদুল হক, এএসআই মনিরুজ্জামান মনির মাদক ব্যবসায়ী সাহেব আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের দেহ ও সাহেব আলীর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবা, হিরোইন ও গাঁজাসহ মাদক বিক্রির ৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। সাহেব আলীর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা এবং একটি চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top