রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


মহাদেবপুরে বিনামূল্যে সার-বীজ পেলেন ৩৭৩০ কৃষক


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২০ ০৩:৩৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০২:২১

কৃষকদের হাতে সার-বীজ বিতরণ

চলতি অর্থবছরের রবি মওসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় নওগাঁর মহাদেবপুর উপজেলার তিন হাজার ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো, গম, ভুট্টা, সরিষা, পিঁয়াজ, মুগডাল, খোসারী, মসুর, সূর্যমুখী, চীনা বাদাম, মরিচ ও টমেটোর বীজ এবং ডিএপি-পলাশ সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি। এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি অমিত ব্যানার্জীসহ ৩৭৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top