রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২০ ০৩:২৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৪৯

নওগাঁর ধামইরহাটে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এর উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নওগাঁ ২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ মো. শহীদুজ্জামান সরকার এমপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন শেষে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বিভিন্ন স্কুল থেকে আগত খুদে শিক্ষার্থীদের (বিজ্ঞানীদের) স্টল পরিদর্শন ও তাদের মেধা ও উদ্ভাবনী চিন্তা চেতনা দেখে মুগ্ধ হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমান, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ।

 

 

আরপি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top