রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১


মহাদেবপুরে বিট পুলিশিং এর উদ্যোগে মতবিনিময় সভা


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ০০:২৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৪৮

মহাদেবপুরে বিট পুলিশিং এর উদ্যোগে মতবিনিময় সভা

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে গ্রাম পুলিশ ও সাধারণ জনগণের সাথে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর ২০২০) দুপুরে খাজুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল।

খাজুর ইউপি সচিব মমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসআই খোকন কুন্ডু। এসময় দফাদার জাহাঙ্গীর আলম, গ্রাম পুলিশ জিল্লুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘মাদক যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের ছোঁবলে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে, ভেঙে গেছে অনেক সংসার। বাল্যবিয়ের কারণে সমাজে তালাক ও বহু বিবাহের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক আন্দোলন ও জনসচেতনা বৃদ্ধির মাধ্যমে সহজেই এসবের নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top