রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২০ ০৪:৩৪

আপডেট:
২০ নভেম্বর ২০২০ ০৪:৩৫

সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক সাংসদ আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব আফান উদ্দীন।

উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নান্নু, যুগ্ম সম্পাদক আক্কাস আলী, বিএনপি নেতা লোকমান হাকিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, মাসুদুর রহমান মৃধা টিক্কা, সদস্য সোহেল রানা মৃধা শাপলা, যুবদল নেতা লিয়াকত আলী বাবলু, ছাত্রদল নেতা মহসিন, রিপন, রোকন প্রমূখ।

উল্লেখ্য, আখতার হামিদ সিদ্দিকী নান্নু ২০১৭ সালের ১৯ নভেম্বর রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ১৯৪৭ সালের ৩০ মে উপজেলার উত্তরগ্রাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ১৯৯১ সালে মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন;  পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও ২০০১ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

আরপি/ এএন-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top