নওগাঁয় নাচে-গানে নবান্ন উৎসব
‘নবান্নে মাতে প্রাণ, বাঙ্গালীর ঘরে ঘরে আনন্দের বান’ এই স্লোগান নিয়ে নওগাঁয় নবান্ন উৎসব পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে নৃত্য উৎসব ও বাউল গানের আয়োজন করে বেসরকারি সামাজিক সংঘঠন বন্ধু মিতালী ফাউন্ডেশন।
এ সময় উপস্তিত ছিলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজিম হাসান তনু, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, যোনাল ম্যানাজার আবু সাইদ, যোনাল ম্যানাজার রফিকুল ইসলাম স্বপন, যোনাল ম্যানাজার শাকিবুল হাসান জেমন্স প্রমুখ।
অনুষ্ঠানে বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজিম হাসান তনু বলেন, বাঙ্গালী জাতির এক অবিচ্ছেদ্দ অংশ নবান্ন উৎসব। আবহমান কিষ্টি-কালচারের মধ্যে অন্যতম হচ্ছে এই উৎসব। নবান্ন হচ্ছে মূলত নতুন ধান ঘরে তোলার অনুষ্ঠান।
তিনি আরো বলেন, ১ অগ্রহায়নে গ্রাম বাংলার কৃষকরা সাধারণত তাদের নতুন ফসল ঘরে তোলে। বর্তমানে মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন দুলছে। আর এ সোনালী স্বপ্ন বাস্তবায়ন করতে কৃষক-কৃষাণীরা এ উৎসব পালন করে থাকেন। তারা নতুন ধানের আটা দিয়ে বিভিন্ন ধরণেয় পিঠা, পুলি এবং ক্ষীর তৈরি করে। দিবস উপলক্ষে এলাকার মেয়ে-জামাইদের শ্বশুড় বাড়ীতে আগমন ঘটে। প্রায় প্রতিটি বাড়ীতে গরু ও মহিষের মাংস এবং নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয়েছে পায়েস ও ক্ষীর। এসব দিয়ে মেহমানদের অ্যাপায়ন করা হয়।
আরপি/এসকে
বিষয়: নওগাঁয় নবান্ন উৎসব
আপনার মূল্যবান মতামত দিন: