রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


ঘর পাচ্ছেন মহাদেবপুরের গৃহহীন ৩৪ পরিবার


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২০ ০১:২৩

আপডেট:
১৬ নভেম্বর ২০২০ ০১:২৪

নতুন হাট এলাকায় নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৩৪ পরিবার পাচ্ছেন একটি করে ঘর।

এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে খাস জমিতে এ সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। রোববার বিকেলে উপজেলা সদরের নতুন হাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এগুলোর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন  করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু প্রমুখ।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top