রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


মহাদেবপুরে মুজিববর্ষ সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২০ ০০:৩৩

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ১৫:৪৭

মুজিববর্ষ সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতার আসর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে “মুজিববর্ষ সেরা কন্ঠ” নওগাঁ-২০২০ এর উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড প্রদান করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমীতে ইউএনও মো. মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে শনিবার ও রোববার দুু'দিনব্যাপী শিল্পীদের এই বাছাই প্রতিযোগিতা (অডিশন রাউন্ড) অনুষ্ঠিত হয়।

বাছাই পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৃষ্টি একাডেমিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ইসফাত জেরীন মিনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী কানিজ নওশাদ তিতাস ও রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়।

এছাড়াও থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক আশিক আলী, সংগীত প্রশিক্ষক নিবাস চন্দ্র বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিল্পকলা একাডেমীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। পর্যায়ক্রমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

 

আরপি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top