রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


মহানবীকে কটুক্তির প্রতিবাদে আত্রাইয়ে বিক্ষোভ


প্রকাশিত:
৩ নভেম্বর ২০২০ ০৫:০৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৪:৫১

ছবি: প্রতিনিধি

সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে নওগাঁর আত্রাইয়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষির্ণ শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী ডিগ্রী কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

আত্রাই উপজেলা ইমাম-উলামা পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা ঈমান-আক্বিদা সংরক্ষণ কমিটির নেতা ও বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা মাসউদুর রহমান, ইমাম-উলামা পরিষদের সহসভাপতি মাওলানা মতিউর রহমান, সাধারণ সম্পাদক ও আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক এবং দৈনিক করতোয়া পত্রিকার আত্রাই প্রতিনিধি মাওলানা মুজাহিদ খাঁন, জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস ছালাম, জামিয়া রহমানিয়ার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুর রহমান, ইমাম-উলামা পরিষদের কোষাধ্যক্ষ ক্বারী আমিনুল ইসলাম, ইমাম-উলামা পরিষদের ইউপি আহবায়ক মাওলানা আখতারুজ্জামান, আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হাফেজ আরিফুল ইসলাম, আত্রাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা শাহিনুর ইসলাম শাহীন, আত্রাই থানা মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্ব মুসলিমের অন্তরে যে আঘাত দিয়েছে এর সমুচিত জবাব ফরাসী রাষ্ট্র প্রধানকে দেয়া হবে। তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনেরও ডাক দেন। 

 

 

আরপি/এসআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top