মহাদেবপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মহাদেবপুর আবু রায়হান (২৫) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের বাখরাবাজ গ্রামের হঠাৎপাড়ার মমতাজ উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রায়হানের পিাত মাতা ঢাকায় থাকেন। কিছুদিন আগে পারিবারিক কলহের জের ধরে রায়হানের স্ত্রী পিতার বাড়ী চলে যায়। সেই থেকে রায়হান একাই বাড়ীতে থাকতো। সকালে গ্রামের লোকজন রায়হানের জানালা দিয়ে দেখতে পান গলায় বিছানার চাদর পেচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার শরীর ঝুলছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এব্যপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: