রাজশাহী বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


মহাদেবপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২০ ০৩:০০

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ২২:৪২

 বিএনপি’র বিক্ষোভ। ছবি: প্রতিনিধি

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে কারচুপির প্রতিবাদে এবং ভোট বাতিল করে পূন:নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি রবিউল আলম বুলেটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম হান্নান, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি কিউএম সাঈদ টিটো, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আবদুস সোবহান, শাহাদাত হোসেন শান্ত, সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, চঞ্চল রহমান, ছাত্রনেতা শাকিল আহমেদ, গোলাম কিবরিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, উপ নির্বাচনের নামে সরকার দেশে প্রহসনের নির্বাচন করছে। দেশের মানুষ এই মিথ্যা লোক হাসানো নির্বাচন মানে না। নওগাঁ- ৬ এবং ঢাকা-৫ আসনে যে নির্বাচন হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। এজন্য সরকারকে আবার মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top