রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


বিএনপির ডাকা হরতালে সাড়া মেলেনি


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ০৩:৪৬

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০১:০৭

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপ-নির্বাচনে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপি ভোট বর্জন করে রবিবারে ডাকা অর্ধদিবস হরতালে দুই উপজেলায় সাড়া মেলেনি।

শনিবার এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে পেয়েছেন মোট ১ ল ৫ হাজার ৫২১ ভোট এবং বিএনপি’র (ধানের শীষ) প্রার্থী রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইস্তেখাব আলম রুবেল পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।

এক লাখ ৫ হাজার ৫ শত ২১ ভোট পেয়ে বিজয়ী হন আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে। বিএনপি এই নির্বাচনকে একটি প্রহসন ও ডিজিটাল পদ্ধতিতে ইভিএমের মাধ্যমে ভোট চুরির একটি অন্যতম উপায় বলে দাবী করেছে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি এই উপ-নির্বাচনকে বয়কট করে রবিবার জেলার আত্রাই ও রাণীনগর উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয়। কিন্তু রবিবার দুই উপজেলার কোথাও হরতালের কোন প্রভাব দেখা যায়নি। সবকিছুই স্বাভাবিক চলছে। সকল দোকান, হাট বাজার ও শপিংমলগুলো অন্যদিনের মতই খোলা দেখা গেছে। কোথাও বিএনপির কোন মিছিল, মিটিং কিংবা হরতাল সমর্থনে সমাবেশ করতে দেখা যায়নি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top