রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


ধামইরহাটে দুর্গাপূজায় করোনার প্রভাব


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ২১:৫৫

আপডেট:
১১ অক্টোবর ২০২০ ২১:৫৬

নওগাঁর ধামইরহাট উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজায়ও পড়েছে করোনার প্রভাব। এবার করোনা পরিস্থিতির কারণে কমেছে পূজামন্ডবের সংখ্যা। অন্যদিকে প্রতিমা তৈরিতে শ্রমিক খরচ, গাড়ি ভাড়া, মাটি, খড়, বাঁশ, চটের দাম বেড়ে যাওয়ায় আয়োজকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা।

উপজেলায় বেশিরভাগ মন্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায়ই শেষের দিকে। আর ২-৩ দিন পরেই শুরু হবে রংতুলির কাজ। ২২ অক্টোবর শ্রী শ্রী শারদীয়া দূর্গা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আরম্ভ। সোমবার (২৬ অক্টোবর) বিজয়াদশমী অন্তে পূজার সমাপ্ত ঘোষনা করা হবে।

ধামইরহাট পৌরসভায় ৩টি কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির, সার্বজনীন দূর্গা (জহরমল আগরওয়ালা বাজারশিব মন্দির) মন্দির, তালঝারি নাপিত পাড়া দূর্গা মন্দিরসহ ১ নম্বর ধামইরহাট ইউনিয়নে ১টি, ৬ নম্বরজাহানপুর ইউনিয়নে ৩টি, ৯ নম্বর ইসবপুর ইউনিয়নে ৩টি, ৫ নম্বর আড়ানগর ইউনিয়নে ৬টি, ৩ নম্বরআলমপুর ইউনিয়নে ৩টি, ৮ নম্বর খেলনা ইউনিয়নে ৬টি ও ২ নম্বর অগ্রাদ্বিগুন ইউনিয়নে ২টিসহ উপজেলাইমোট ২৭টি পূজামন্ডবে নিরাপদ দুরত্ব বজায় রেখে দুর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে ধামইরহাটউপজেলা পূজা উদযাপন পরিষদ নিশ্চিত করেন।

ধামইরহাট পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী. প্রদীপ কুমার আগরওয়ালা বলেন, এবার স্বাস্থ্যবিধি মেনেআমাদের পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনাকালে আগের মতো বড় করে এবার উৎসবের আয়োজনকরা হয়নি। করোনাকালে সকল পূজা মন্ডবে নিরাপদ দুরত্ব বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা তৈরির কারিগর শ্রী. পলাশ কর্মকার জানান, আমরা পাঁচ জন কারিগর মিলে এখানে কাজ করছি। গতবছরের তুলনায় এবার পূজামন্ডবের কাজ অনেক কম। কাজ কমে গেলে খাবো কি সেটাই ভাবছি।

ধামইরহাট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী. রাম জনম রবিদাস জানান, রবিবার ১১ অক্টোবর পুলিশ প্রশাসনের সঙ্গে প্রস্তুতি সভার মিটিং চলছে আগামী ১২ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনের সাথেও অনুরুপ প্রস্তুতি সভা অনুষ্ঠতি হবে। উপজেলা ও পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগীতা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে ওসি আবদুল মোমিন বলেন, করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি বিবেচনা করে পূজামন্ডবে আইনশৃঙ্খলা রক্ষায় ধামইরহাট থানা-পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top