রাণীনগরে বর্ধিত সভা অনুষ্ঠিত
১৭ অক্টোবর উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পারইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সকাল ১০ টায় পারইল আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: মো: দুলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু, নির্বাচনী তত্বাবধায়ক বাবু রনঞ্জ চন্দ্র সরকার, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তারিনী পদ সরকার মুন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান প্রমূখ।
আরপি/আআ
বিষয়: রাণীনগর বর্ধিত সভা আওয়ামীলীগ
আপনার মূল্যবান মতামত দিন: