রাজশাহী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২৩শে অগ্রহায়ণ ১৪৩১


রাণীনগরে ছাত্রলীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২০ ২০:০১

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১০:৪০

ছাত্রলীগের নির্বাচনী কর্মী সভা। ছবি: প্রতিনিধি

আগামী ১৭ অক্টোবর নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে রাণীনগরে ছাত্রলীগের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে শুক্রবার বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে কর্মী সভার উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সম্পাদক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ও সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেকুজ্জামান খালেক, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ৮টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top