রাজশাহী শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


মহাদেবপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ সম্পাদক শাহিনুর


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২০ ০৫:১২

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০৩:৪১

সভাপতি সোহাগ ও সম্পাদক শাহিনুর

নওগাঁ মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোরশেদ। উত্তরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুন্ডু, সাধারণ সম্পাদক সুইট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাহিদ, চেরাগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাকলাইন মাহমুদ রকি, ছাত্রলীগ নেতা মিঠু প্রমুখ।

উল্লেখ্য, সম্মেলনে মো. রায়হান ছাব্বির সোহাগকে সভাপতি ও মো. শাহিনুর আলমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top