রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ০০:৫৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৭:৩৯

জাতীয় কন্যা শিশু দিবস পালন। ছবি: প্রতিনিধি

সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা অডিটরিয়াম হল রুমে করোনা ভাইরাসের সামাজিক দূরত্ব বজায় রেখে দিসবটি পালিত হয়।

উপজেলা বিষয়ক অফিসারের সভাপতিত্বে জাতীয় কন্যা শিশু দিবস আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ মোর্শেদ মিশু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার, আত্রাই জোন বিএমডি উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন , আত্রাই থানা বিত্তহিন মহিলা সংস্থার পরিচালক নারী সংগঠক তারমিম আরা কুমু, আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা প্রমূখ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top