রাজশাহী শনিবার, ৩১শে জানুয়ারী ২০২৬, ১৮ই মাঘ ১৪৩২


মহাদেবপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২০ ০১:০৭

আপডেট:
৩১ জানুয়ারী ২০২৬ ০৩:৩৬

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাত এক নারীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ধনজইল মোড় এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ঐ নারী গত ৫-৬ দিন থেকে নওহাটা মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয়রা ওই নারীর মৃতদেহ ধনজইল মোড় এলাকার নির্মাণাধীন একটি ভবনের পাশে পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম ও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা এন্ট্রি হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, ময়নাতদন্তের রির্পোট আসার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top