রাজশাহী সোমবার, ১৯শে জানুয়ারী ২০২৬, ৬ই মাঘ ১৪৩২


মান্দায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২০ ০০:৪৯

আপডেট:
১৯ জানুয়ারী ২০২৬ ০০:১৫

নওগাঁর মান্দায় ছোট ভাই এবং ভাতিজার লাঠির আঘাতে বয়েজ উদ্দিন নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় ছোট ভাই হাবিবর এবং ভাতিজা সুলতানকে আটক করেছে থানা পুলিশ। রোববার দুপুরে জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে চকগৌড়ী সোনারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট দুই ভাই হাকিম, হাবিবর এবং হাকিমের ছেলে সুলতান তাকে তার বাড়িতে এসে লাঠি দিয়ে বেদম মারপিট করলে জেহের আলী মাটিতে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়দের সহায়তায় জেহের আলীকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার তদন্ত-ওসি তারেকুর রহমান সরকার বলেন, এঘটনায় নিহতের ছোট ভাই হবিবর রহমান এবং ভাতিজা সুলতানকে আটক করা হয়েছে। এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top